বগুড়ায় ট্রাকচাপায় ভটভটিচালক নিহত
দুপচাঁচিয়া( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৮ ।
বগুড়ার খবর
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ভটভটিচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের তিশিগাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন দুপচাঁচিয়া উপজেলার ডাকাহার গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে ভটভটি নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন