বগুড়ায় ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৫৫ বার।

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম নাজির হোসেন( ৫০)। তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙি এলাকার বাসিন্দা। 

 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।