জামায়াত ক্ষমতায় গেলে দেশকে সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা হবে : আবিদুর রহমান সোহেল
স্টাফ রিপোর্টার
জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াত দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জনগণ যদি আল্লাহর আইন ও সৎ মানুষের শাসনের পক্ষে রায় দেন, তবে ৫ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে তুলতে পারব।
তিনি বলেন, আমরা দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে আমাদের প্রধান কাজ। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রতিটি নাগরিক যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে সে ধরনের একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর।
শুক্রবার সকালে শহরের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত দাড়িপাল্লা প্রতীকের গণসংযোগ ও নামাজগড়ে পথসভায় তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আমীর জাকারিয়া ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল বাসেদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন রাজাবাজার আড়ৎদার সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, আইবিডব্লিউএফ শহর সেক্রেটারি মামুনুর রশিদ, মাস্টার নজরুল ইসলাম প্রমুখ।
আবিদুর রহমান সোহেল আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট জালিমের বিদায় হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। আগামীতে জামায়াত ক্ষমতায় গেলে বিবেকের কাছে দায়বদ্ধতা ও আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে সব কাজ সম্পাদন করা হবে। কারণ, মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, “আমরা চাই ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র, নারী-পুরুষ নির্বিশেষে সবাই ভয় ও শঙ্কামুক্ত থাকবে। অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণকে ভয়ভীতিমুক্ত পরিবেশ উপহার দিতে পারেননি। একমাত্র কুরআনের আলোকে সমস্যার সমাধান সম্ভব। তাই ভবিষ্যতের কথা ভেবে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই।”