বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ ১৯:০৮ ।
বগুড়ার খবর
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে বিহার বাগিচাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম হেলাল উদ্দিন(২৫)। তিনি বগুড়ার শিবগঞ্জ এলাকার বিহার বাগিচাপাড়া এলাকার সোহরাব হোসেনের ছেলে এবং বিহার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ আতোয়ার রহমান।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামি একটি মামলার সন্দেহভাজন আসামি ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন