শাজাহানপুরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের বিক্ষোভ সমাবেশ

শাজাহানপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ ২৩:৫৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

 ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ এবং ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা ও ১,৫০০ টাকা হারে চিকিৎসা ভাতা প্রদানের দাবিতে বগুড়ার শাজাহানপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা।

 

‘সচেতন শিক্ষক-কর্মচারি সমাজ’ ব্যানারে মঙ্গলবার দুপুরে উপজেলার রাণীরহাট বন্দরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সংহতি জানিয়ে শিক্ষার্থীরাও এতে অংশ নেয়।

 

বিক্ষোভ মিছিল শেষে রাণীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুজ্জামানের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাণীরহাট কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু জাফর আলী।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জোড়া নজমুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ নেছঅল উদ্দিন, সহকারী অধ্যাপক আব্দুল মতিন, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, সচেতন শিক্ষক সমাজ বগুড়ার সদস্য সচিব সাজেদুর রহমান সবুজ, শাবরুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেলা বেগম, আশেকপুর সিপি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহায়েল হোসেন, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খালেদ মাহমুদ রুবেল, শাবরুল আস্তান শরীফ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জাকারিয়া হোসেন এবং শিক্ষার্থী মোমতাহিনা প্রমুখ।

 

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারিদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে গত ১২ অক্টোবর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ হামলা চালায়। এর প্রতিবাদে ১৩ অক্টোবর থেকে সারাদেশে শিক্ষক-কর্মচারিরা কর্মবিরতি পালন করছেন।

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরাও এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন। এতে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী পাঠদান থেকে বঞ্চিত রয়েছে।