বগুড়ায় সাবেক সমন্বয়ক সাকিব খান গ্রেফতার
স্টাফ রিপোর্টার
বগুড়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব খানকে(২০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর রাতে ঢাকার শাহবাগ থানা পুলিশ বগুড়া শহরের নারুলী এলাকায় তার বাসা থেকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন।
সদর থানার ওসি বলেন, ঢাকার শাহবাগ থানায় দায়ের করা সাইবার অপরাধ মামলায় সাকিব খানকে গ্রেফতারের জন্য শাহবাগ থানা পুলিশ বগুড়ায় আসে। পরে সদর থানা পুলিশকে মামলার বিষয় জানিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি খোদা বক্স চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা লেখি করার অভিযোগে ২০ অক্টোবর শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে সাকিব খানসহ অজ্ঞাত কয়েকজনের নামে থানায় মামলা হয়। সেই মামলায় সাকিব খানকে গ্রেফতার দেখানো হয়েছে।