বগুড়া লেখক চক্রের আয়োজনে কবি সিকতা কাজলের জন্মদিন পালন
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া লেখক চক্রের সদস্য কবি সিকতা কাজলের জন্মদিন পালন করা হয়েছে। সোমবার রাত ৮ টায় বউবাজারস্থ নাজ রেস্টুরেন্টের হল রুমে জন্ম উৎসবে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এবং বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইনকিলাবের ব্যুরো চীফ মহসিন আলী রাজু। সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জন্ম উৎসবে কবি সিকতা কাজলের কবিতা ও কবিতাজীবন নিয়ে কথা বলেন গাবতলী উপজেলা নির্বাচন অফিসার ও নাট্যকর্মি কবির রহমান, গাবতলী পৌরসভার সাবেক কাউন্সিলার হারুন অর রশিদ, গাবতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রহুল হাসান রুহিন, বগুড়া লেখক চক্রের সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল, সহ সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, আসর পরিচালনা সম্পাদক আবু রায়হান, নির্বাহী সদস্য কবি মাহাবুব টুটুল, কবি শাকিবুল শাকিল, বগুড়া জীবনানন্দ পরিষদের সভাপতি কবি বিশ্বজিৎ দাশ ও সাধারণ সম্পাদক কবি অনন্য রাসেল, কবি ও সাংবাদিক বাবু বসুধা, শিল্পী পিংকু আহমেদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া ইয়্যূথ কয়্যারে সভাপতি আতিকুর রহমান মিঠু, কবি আমিনুল ইসলাম রনজু, সাংবাদিক সাখাওয়াত হোসেন জনি, নাট্যকর্মি রবিউল করিম হৃদয় প্রমুখ। কবি সিকতা কাজলকে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তির পক্ষ থেকে জন্মদিনের উপহার প্রদান করা হয়। কবি তার বক্তব্যে নিজের কবিতা নিয়ে কথা বলেন এবং গীত গেয়ে শোনান। সবশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ সবাইকে নিয়ে জন্মদিনের কেক কাটেন কবি সিকতা কাজল।