বগুড়ায় প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী
স্টাফ রিপোর্টার
বগুড়ায় প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে পরিবেশ ভবন প্রাঙ্গণে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত প্রদর্শনীতে প্লাস্টিকের বিকল্প উৎপাদনকারী ১০টি প্রতিষ্ঠান অংশ নেয়।
পরে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে ‘প্লাস্টিকের বিকল্প ব্যবহার’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ছাড়াও বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন খুরশিদ আলম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাপার বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালার আলোচনায় প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক, সরকার ঘোষিত নিয়ন্ত্রণ কার্যক্রম এবং বিকল্প পণ্যের বিপণন কৌশল তুলে ধরা হয়।