বগুড়ার জলেশ্বরীতলা থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও বগুড়া আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. আব্দুস সালাম (৬০)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম আদমদিঘী উপজেলার ভেনলা গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে। বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
পুলিশের এই কর্মকর্তা জানান, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ জনগণের ওপর হামলা, হত্যাচেষ্টা ও নিপীড়নের অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনি অন্যতম এজাহারনামীয় আসামি। মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং আদালতে বিচারাধীন রয়েছে।