বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ ১৮:৫৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৩ বার।

জুলাই সনদ বাস্তবায়ন, সেই আদেশের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের স্থানীয় পৌর পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

দীর্ঘদিন ধরে দলটির নেতাকর্মীদের ওপর হওয়া নিপীড়ন-নির্যাতন এবং জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানিয়ে নেতারা হুঁশিয়ারি দেন। বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সভাপতিত্ব করেন।

 

সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকার, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, আল-আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, জামায়াত নেতা মিজানুর রহমান, আব্দুস ছালাম তুহিন, অ্যাডভোকেট শাহীন মিয়া, নুরুল ইসলাম আকন্দ, ইকবাল হোসেন।

 

বক্তারা অবিলম্বে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন এবং অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে।

 

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের সময় দলটির নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকেন।

 

Go