বগুড়ায় ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
প্রেস বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার উদ্যোগে সোমবার বিকেলে বগুড়া শহরের ফতেহ আলী মোড়ে জেলা সভাপতি আ.ন.ম মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যদেন কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ। তিনি বলেন, জুলাই সনদের আইনী ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবী বাস্তবায়ন করতে হবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন, জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মুফতী এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান তালুকদার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জেলা শাখার সাধারণ সম্পাদক-মাওলঅনা রেজাউল করীম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো: সোহরাব হোসেন, শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মো: আবু সাঈদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ সোহেল রানা, প্রচার সম্পাদক আবুল বাশার প্রমুখ।