বগুড়ায় ইয়াবা, গাঁজা, হেরোইনসহ গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার
বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩ কেজি গাঁজা, ৬০০ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) জেলার শিবগঞ্জ, সদর, শাজাহানপুর ও শেরপুর এলাকায় এসব অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে শিবগঞ্জ উপজেলার মেদেনীপাড়ায় অভিযান চালিয়ে পবিত্র রায় (২৫) নামের একজনকে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
এর আগে সকাল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. কাজিম উদ্দিন (৪৩) নামের এক ব্যক্তিকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
রাতে দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার পর্যটন মোটেল এলাকার সামনে অভিযান চালিয়ে মো. আব্দুল হক (৪৮) নামের একজনকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
আর সকাল সাড়ে সাতটার দিকে শেরপুর উপজেলার উলিপুর এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তি মো. আলামিন কবির (৩৫) ও মো. আকবর আলী (৫৫) কে ৭ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শিবগঞ্জ, সদর, শাজাহানপুর ও শেরপুর থানায় পৃথক মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে নিয়মিতভাবে কাজ করছে ডিবি পুলিশ। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।