বগুড়া জীবনানন্দ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ ১৭:৫৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান আধুনিক কবি, রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭১ তম প্রয়াণ দিবস উপলক্ষে বগুড়া জীবনানন্দ পরিষদের আয়োজনে এক আলোচনা সভা ও কবিতা পাঠ মঙ্গলবার সন্ধ্যায় শহরের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জীবনানন্দ পরিষদের সভাপতি বিশ্বজিৎ দাশ। প্রধান অতিথি ছিলেন ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল(ডিপিএমজি) ও সাহিত্য সমালোচক আনোয়ার মল্লিক, মুখ্য আলোচক ছিলেন বগুড়া লেখক চক্রের সভাপতি ও বগুড়া জীবনানন্দ পরিষদের প্রধান সমন্বয়কারী কবি ইসলাম রফিক এবং বিশেষ অতিথি ছিলেন বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল। সংগঠনের সাধারণ সম্পাদক কবি অনন্য রাসেলের সঞ্চালনায় কবি জীবনানন্দ দাশের কবিতা পাঠ করেন কবি আব্দুল ওয়াদুুদ, কবি মাহাবুব টুটুল ও কবি আনিছ রহমান। আলোচনা সভায় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি আমিনুল ইসলাম রনজু, কবি শাকিবুল শাকিল, কবি প্রিয়ম পলাশ, প্রভাষক জুয়েল রানা প্রমুখ।