নওগাঁ চেম্বারের ভোটে ১৯ পদে ৪০ প্রার্থী

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ ১৯:০৬ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রতিনিধি নির্বাচনে ১৯ টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪০ জন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজ দুপুরে ‘নওগাঁ ব্যবসায়ী উন্নয়ন ও কল্যাণ পরিষদ’ এর প্রার্থীরা তাদের মনোনয়পত্র জমা দিয়েছেন। এছাড়া এদিন সিনিয়র সহ সভাপতি পদে আর্কিটেক তৌফিকুল আলম সুজিত তাঁর মনোনয়পত্র জমাদেন। এরআগে সোমবার ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ এর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে সভাপতি পদে ২ জন সিনিয়র সহসভাপতি পদে ৩ জন এবং সহসভাপতি ৩ জন প্রার্থী হয়েছেন। পরিচালকের ১৬ টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জেলা তথ্য অফিসের উপ পরিচালক আবু সালেহ মোহাম্মদ মাসুদুল হক বলেন, ১১ নভেম্বর মনোনয়নপ্রত্রগুলো  যাচাই ও বাছাই করা করা হবে। ২১ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৬ সিসেম্বর ভোট গ্রহন করা হবে।

 

তিনি জানিয়েছেন, ভোটারগণ সরাসরি ব্যালটে ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন। মোট ভোটার ১ হাজার ২৯৯ জন।

 

মনোনয়নপত্র ব্যবসায়ী উন্নয়ন ও কল্যাণ পরিষদের সভাপতি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তৌফিকুল আসলাম বাবু বলেন, নওগাঁ চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি জেলার সকল ব্যবসায়ীদের সংগঠন। আগামী দিনে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে, ঝিমিয়ে পরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে এবং উদ্যোক্তা সৃষ্টিতে উদ্যোগ গ্রহন করার পরিকল্পনা রয়েছে।

 

চেম্বারের সিনিয়র সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান খোকা বলেন, অপার সম্বভাবনা থাকার পরও নওগাঁর ব্যবসায়ীরা নানা দিক থেকে পিছিয়ে রয়েছেন। গ্যাস ও অন্যান্য সুযোগ সুবিধার অভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে না। চালকসহ ক্ষুদ্র ও মাঝাড়ি শিল্প প্রতিষ্ঠানগুলো উৎপাদন প্রতিযোগিতায় টিকতে পারছে না। অনেক উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এসব চালুসহ করতে চেম্বার আগামী দিনে উদ্যোগ গ্রহন করবে।

 

এছাড়া সকল ট্রেড সংগঠন এবং সাধারণ ব্যবসায়ীদের সমন্বয়ে জেলার হারানো ব্যবসায়ী ঐতিহ্য ফিরিয়ে আনতে আগামীর প্রতিনিধিগণ কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।