বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বগুড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম বাদশা।
গণসংযোগকালে তিনি বলেন, “বগুড়া বিগত দিনে বঞ্চিত ও অবহেলিত ছিল। দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের শাসনে এই এলাকায় কোনো প্রকৃত উন্নয়ন হয়নি। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, আর বগুড়া সহ সারাদেশে হবে প্রকৃত উন্নয়ন।”
এ সময় উপস্থিত ছিলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. শাহ মোঃ শাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, অর্থ বিষয়ক সম্পাদক সাদত হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক রিপন, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রুস্তম আলী, সহ-সভাপতি সাদেক, কাদের ও বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. টিপু, রিপন, প্রচার সম্পাদক মাহবুব এবং শহর বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক বিদ্যুৎসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।