বগুড়া শহর জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর ও বগুড়া-৬ সদস আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, দাঁড়িপাল্লা বিজয়ী করতে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়ুন, মানবতার কল্যাণ করলে আল্লাহ অবশ্যই আমাদের বিজয় দিবেন। দেশকে আদর্শ ও কল্যাণ রাস্ট্র গঠনে বাড়ী বাড়ী গিয়ে দাড়িপাল্লায় ভোট চাইতে হবে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহর জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে একথা বলেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন শহর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম, এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, এ্যাডভোকেট শাহীন মিয়া, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মানব সম্পদ সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, নিজাম উদ্দিন প্রমুখ।
সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, আগামী নির্বাচনে অনেকে আমাদের ভয় দেখায় কেন্দ্রে যেতে দিবেনা। মহিলা কর্মীদের বাড়ী বাড়ী ভোট চাইতে গেলে বাঁধা দেওয়া হচ্ছে। হাত পা ভেঙ্গে দিবে বলে হংকার দেয়া হচ্ছে। আমরা বলতে চাই কোন রক্তচক্ষু জামায়াতের কর্মীরা ভয় পায়না। হামলা জুলুম নির্যাতন চালিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবেনা। এদিকে বিকেলে আবিদুর রহমান সোহেল, ১২ নং ওয়ার্ডের কলোনী এলাকায় গণসংযোগ শেষে পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় তিনি বলেন, সন্ত্রাস দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নিবে। জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষার্থী যুবকদের হাতে মাদক তুলে দেবে না, কাজ তুলে দেবে। অতীতে যারাই ক্ষমতায় এসেছে তারাই যুবকদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। জাতিকে নেতৃত্ব শূন্য করতে যুবকদের হাতে মাদক তুলে দিয়েছে। জামায়াতে ইসলামী ছাত্র-তরুণ-যুবকদের নৈতিক ও আদর্শিক শিক্ষামূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করছে। পথসভায় উপস্থিত ছিলেন শহর সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, ১২ নং ওয়ার্ড আমীর মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী সাব্বির শাহরিয়ার শুভ প্রমুখ।