বগুড়ায় মহাসড়কে ছিনতাইকালে হাসুয়াসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৭:২২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৬ বার।

বগুড়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ছিনতাইকালে হাসুয়াসহ একজনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।

 

বুধবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর থানার বি-ব্লক রহিমাবাদ এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

 

 

গ্রেফতারকৃত ছিনতাইকারী শাজাহানপুর থানার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের এরশাদুল হক (৪২)।

 

হাইওয়ে পুলিশের বগুড়া জোনের অতিরিক্ত ডিআইজি শহিদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে দুজন ছিনতাইকারী চালক ও হেলপারকে মারধর করে ছিনতাই করছে—এমন খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেখে ছিনতাইকারীদের দল পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একজনকে আটক করে হাইওয়ে পুলিশ। পরে তার কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন ও একটি হাসুয়া উদ্ধার করা হয়। ছিনতাইকারীদের মারধরে আহত ট্রাক চালক ও হেলপারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে হাইওয়ে পুলিশ।

 

গ্রেফতার হওয়া ছিনতাইকারীকে শাজাহানপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।