বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের এ্যাডভোকেসি সভা
প্রেস বিজ্ঞপ্তি
আগামী ৬-১১ ডিসেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০ টায় বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক প্র্রসেনজিৎ প্রণয় মিশ্র এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমরান নাজীর এর সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিভিল সার্জন মোঃ খুরশীদ আলম এবং আমন্ত্রিত অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ রকনুল হক এবং জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ। স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক (সিসি) ডাঃ মোঃ শামসুজ্জামান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গাবতলী উপজেলার সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম। এরপর পরিবার পরিকল্পনা বিভাগের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন উপস্থাপন করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সাফল্যের পাশপাাশি কাজের পরিধি বৃদ্ধির বিষয়টিও উল্লেখ করেন। তিনি বাল্যবিবাহ, কৈশোরে গর্ভধারণের কুফল এর পাশাপাশি পুষ্টি বিষয়ে সেবা গ্রহীতাদের বিভিন্ন সেবা প্রাপ্তি ও তথ্যের মাধ্যমে জনগণকে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মাঠকর্মীদের প্রতি আহবান জানান। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাপার সমাজে ভুল ধারণার বিষয়েও তিনি তার বক্তব্যে তুলে ধরেন। প্রসব পরবর্তী সাইকোসিস বিষয়ে মায়েদের ও পরিবারের সদস্যদের কাউন্সেলিং এর বিষয়েও তিনি অভিমত ব্যক্ত করেন।