খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি
সাবেক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়ায় কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। ৪ডিসেম্বর বৃহস্পতিবার বগুড়া শহরের দত্তবাড়ী রওশন শাহ আনোয়ারুল উলুম তাজবীদুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইলামের আয়োজনে কোরআন খতমে অংশ নেন ৩ শতাধিক শিক্ষার্থী। দুপুরে বাদ জোহর দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার পরিবেশন করা হয়। মুফতি মো: আবু হোরায়রা পরিচালনায় দোয়া ও মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়। দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, নির্বাহী সদস্য আব্দুল মতিন মন্ডল, জেলা ওলামা দলের সভাপতি হাফেজ জাকারিয়া, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর শাহ মো: মেহেদী হাসান হিমু, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, মাহমুদ শরীফ মিঠু, আব্দুল গফুর দারা, হাসানুজ্জামান পলাশ, আবু জাফর জেমস, সোহেল রানা সুমন, আতিক মল্লিক, সাইমমু ইসলাম, রবিউল আওয়াল, মাহমুদুন নবী কনক, শিমুল ইসলাম জকি, শহিদুল ইসলাম, রাঙ্গা, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফিন খালিদ ও সাব্বির।