বগুড়ায় দেশীয় ধারালো অস্ত্রসহ দুই তরুণ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৩১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪২ বার।

বগুড়ায় দেশীয় ধারালো অস্ত্রসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় সরলপুর ধাপপাড়া ও দিঘলকান্দি পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- বড় সরলপুর ধাপপাড়া এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে তৌফিক আল সানি (২০) এবং দিঘলকান্দি পশ্চিমপাড়া এলাকার মো. আনোয়ারের ছেলে মো. নাজিম (১৮)। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ধাপপাড়া এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চারটি দেশীয় ধারালো অস্ত্র ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়। পরে সানির দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিমপাড়া এলাকা থেকে তার সহযোগী নাজিমকে গ্রেপ্তার করা হয়। তার শোয়ার বিছানার তোষকের নিচ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।