ওসমান হাদীর ওপর হামলা: বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৬ বার।

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদী বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তিনি সম্মান করেন। এটি সহ্য করতে না পেরেই একাত্তর ও চব্বিশের শত্রুরা তাকে হত্যার চক্রান্ত করেছে।

 

শনিবার বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশে দলটির নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় এ কথা জানিয়ে অবিলম্বে ওসমান হাদীকে গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। দুপুরে শহরের নওয়াববাড়ি সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

 

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বক্তৃতা করেন।

 

মিছিল-পূর্ব সমাবেশে বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। তারা এ ক্ষেত্রে ২০০১ সালে বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উদাহরণ টেনে বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই সে সময়ের আওয়ামী লীগের গডফাদারদের গ্রেপ্তার এবং বিপুল সংখ্যক সচিবকে বদলি করা হয়েছিল। অর্থাৎ তিনি দায়িত্ব নেওয়ার শুরুতেই কঠোর অবস্থান নিয়েছিলেন। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ১৬ মাসেও তেমন কঠোর হতে পারেনি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হলে সরকারকে অবশ্যই কঠোর হতে হবে।