শিবগঞ্জে হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:৩৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরিফ হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে

বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টা টায় উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী মীর শাহে আলমের নির্দেশনায় বিক্ষোভ মিছিলে অংশ নেন বিএনপির উপজেলা, পৌর নেতৃবৃন্দসহ নেতা-কর্মী ও সাধারণ মানুষ। পরে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, ফজলুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।