কাহালুতে হানাদার মুক্ত দিবস পালিত
কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:৫৫ ।
বগুড়ার খবর
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্থানীয় কমান্ডার অধ্যক্ষ হোসেন আলীর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ও বাঙালিদের প্রতিরোধের মুখে অস্ত্রসহ পাকসেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু উপজেলা হানাদার মুক্ত হয়।
কাহালু হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে শনিবার (১৩ ডিসেম্বর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি র্যালী বের করা হয় । র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উপজেলা প্রশাসন ছাড়াও পৌরসভা, কাহালু সরকারি কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে কাহালু হানাদার মুক্ত দিবস পালন করা হয়।
আরও পড়ুন