বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচ চাইলেন তাওহীদ হৃদয়
পুণ্ড্রকথা ডেস্ক
১৮ বছর ধরে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না। বরং ২০২৩ সালের ২ মার্চ এই স্টেডিয়াম থেকে জনবল প্রত্যাহার করে ক্রিকেটীয় কার্যক্রম গুটিয়ে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকার পরিবর্তনের পর গত অক্টোবরে অনূর্ধ্ব-১৯ দলের একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়, যদিও আলোকস্বল্পতায় তা শেষ হতে পারেনি। এবার এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচের দাবি জানালেন তাওহীদ হৃদয়।
জাতীয় দলের এই তারকা ব্যাটার আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, ‘সবাই বলে বাংলাদেশের সেরা পিচ আমাদের বগুড়ার পিচ। এই মাঠে আমার বেড়ে ওঠা, এই মানুষগুলো আমাকে আগলে রাখে এখানে আসলেই। ছোট থেকে মাঠের সুসময় কিংবা দুঃসময়ে এরাই আমার সঙ্গী। একটাই আশা, বগুড়ার ক্রিকেটপ্রেমীরা যেনো তাদের ঘরের মাঠে আবারো লাল সবুজের পতাকা নিয়ে উল্লাসে মাততে পারে। আমাদের বগুড়ায় অচিরেই ফিরে আসুক আন্তর্জাতিক ম্যাচ।’
আকাশছোঁয়া দাম সত্ত্বেও বিশ্বকাপ টিকিটের জন্য ২৪ ঘণ্টায় ৫০ লাখ আবেদনআকাশছোঁয়া দাম সত্ত্বেও বিশ্বকাপ টিকিটের জন্য ২৪ ঘণ্টায় ৫০ লাখ আবেদন
২০০৬ সালে এ মাঠেই শ্রীলঙ্কার মতো দলকে ওয়ানডেতে হারিয়ে তাক লাগিয়েছিল বাংলাদেশ। আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পাওয়ার পর শহীদ চান্দু স্টেডিয়ামে ৫টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, যার ৪টিতেই জিতেছে বাংলাদেশ। একটা সময় নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্কট স্টাইরিস লিখেছিলেন, ‘বাংলাদেশের সেরা পিচ। প্রথম শ্রেণির মাঠ। আমি এই মাঠে আবার খেলার অপেক্ষায় থাকব।’