বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ ১৮:১৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

পুন্ড্র সভ্যতার ঐতিহ্যবাহী বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের ২০০৩-০৪ স্নাতক সম্মান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে ১ম পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১১টায় উক্ত কলেজের হলরুমে অনুষ্ঠিত পূর্ণমিলণীতে অত্র বিভাগের শিক্ষার্থীরা তাদের স্মৃতি রোমন্থন করেন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহফুজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসার মোঃ আব্দুল ওয়াহেদ সরকার, প্রফেসর মোঃ শাহজাহান আলী, শিক্ষকদের মধ্যে মোঃ ফিরোজ আল রেজা, সরোয়ার মোসেদ, মোঃ আসলাম মিয়া, মোঃ দেলোয়ার হোসেন। উক্ত পুর্ণমিলনী অনুষ্ঠানে আয়োজক কমিটির মোঃ রেজাউল করিম, আহসান হাবীব সেলিম, সাইফুল ইসলাম, তরুন অধিকারী, কে এম ইফরেখার ববি, কোহিনুর আক্তার, জান্নাতুল ফেরদৌস, ফারুক আরাফাত, রানী, রেজাউল লিটনসহ সকল শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।