বগুড়ার ভবানীপুর ইউনিয়ন আ. লীগ নেতার পদত্যাগ ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ ১৮:২৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৮ বার।

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মোঃ রফিকুল ইসলাম। তিনি একই সঙ্গে দলটির প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করেন।

 

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ৪ ঘটিকার সময় শেরপুরের ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের ঘোষণা দেন।

 

পদত্যাগকারী মোঃ রফিকুল ইসলাম আম্বইল গ্রামের বাসিন্দা। তিনি মৃত চাঁন মাহমুদ সরকারের পুত্র এবং দীর্ঘদিন ধরে ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

 

পদত্যাগ ঘোষণাকালে তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত ও রাজনৈতিক নানা সিদ্ধান্তের কারণে আওয়ামীলীগ থেকে পদত্যাগ করার ইচ্ছা ছিল। কিন্তু বর্তমানে আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় যথাযথ কর্তৃপক্ষের নিকট সরাসরি পদত্যাগপত্র জমা দেওয়া সম্ভব হয়নি।”

 

তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতে স্বচ্ছতা ও দায়িত্ববোধের জায়গা থেকে সাংবাদিকদের মাধ্যমে আজ ২০ ডিসেম্বর আমি ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগের ঘোষণা প্রদান করছি।”

 

এ সময় উপস্থিত স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি তার সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে তুলে ধরেন এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবেন কি না—সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

 

উল্লেখ্য, মোঃ রফিকুল ইসলামের পদত্যাগের ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।