ঠনঠনিয়া শহিদ নগরে বাড়িতে ঢুকে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা চুরি
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া শহরের ৭নং ওয়ার্ডের ঠনঠনিয়া শহিদ নগর এলাকায় একটি বাড়িতে ঢুকে ৩ ভরি ৮ আনা স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা নিয়ে পালিয়েছে চোর।
গত ১৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে বাসা তালা দিয়ে সারিয়াকান্দি বেড়াতে গেলে এ ছুরির ঘটনা ঘটে। রাত ৮টায় বাসার মেইন দরজার তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখেন শয়ন ঘরে কাপড় চোপড় মেঝেতে ছিটানো। ঘরের ভিতরে থাকা পার্টেক্সে ড্রায়ারে থাকা ৩ ভরি ৮আনা স্বর্ণ ও নদগ ৭০ হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নেই। তাৎক্ষনিক ভাবে নিকট আত্মীয়-স্বজনদের সাথে কথা বলে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করি। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাত সাড়ে ১১টায় চুরি হওয়া বাড়ি পরিদর্শন করেন স্টেডিয়ার ফাঁড়ীর ইনচার্জ কামরুজ্জামান।
চুরি হওয়া বাড়ির মালিক সাখাওয়াত হোসেন স্বাধীন জানান, শুক্রবার ছুটির দিন হওয়া পরিবার নিয়ে সারিয়াকান্দিতে বেড়াতে গিয়েছিলাম। অনুমানিক রাত ৮টা ১৫মিনিটে বাসায় ফিরে মেইন গেট খুলে দেখি বাসার জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে, শয়ন ঘরে গিয়ে দেখি ড্রয়ার ভেঙ্গে স্বর্ণসহ নগদ টাকা ও কিছু কাগজপত্র নিয়ে গেছে চোর। স্টেডিয়াম ফাঁড়ীর অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল দেখেছি। বাড়ি বন্ধ থাকায় গলি দিয়ে এসে জানালা ভেঙ্গে বাসাতে প্রবেশ করে চোর। চুরি হওয়ার ঘটনাস্থলের সিসি ফুটেজ হাতে পেয়েছি। চোরকে ধরতে পুলিশ কাজ করছে।