নওগাঁয় প্রবীণ সাংবাদিক ওবায়দুল হক আর নেই

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬ ১৮:০৯ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁর প্রবীণ সাংবাদিক ডেইলি অবজারভার এর জেলা প্রতিনিধি ওবায়দুল হক আর নেই। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। ২০২১ সাল থেকে তিনি দুটি কিডনির জটিলতায় ভুগছিলেন। ঢাকার কিডনি ফাউন্ডেশনের সংশ্লিষ্ট চিকিৎসক তাঁর একটি কিডনিতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে বলেছিলেন। কিন্তু অর্থাভাবে তিনি চিকিৎসা এগিয়ে নিতে পারছিলেন না। গত তিন দিন আগে তিনি হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়লে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তার চিকিৎসা চলাকালিন মৃত্যু হয়। তিনি জীবদ্দশায় নওগাঁ জেলা প্রেসক্লাবের গুরুত্বপূর্ন পদে ছিলেন এবং চলমান কমিটির নির্বাচিত কার্যনির্বাহী সদস্য ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী,দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। শনিবার বাদ জোহর নওগাঁ শহরের সুলতানপুর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে সরকারি গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। 

তার মৃত্যুতে নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট, ইউনাইট্রের্ড প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ইউয়িন,জেলা সাংবাদিক ইউনিয়ন এর সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।