নওগাঁয় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬ ১৮:১২ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের মুরছুলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সদর উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারি এর আয়োজন করেন।

আলোচনা সভায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের মানুষের অধিকার রক্ষায় তার ত্যাগের কথা স্মরণ করে বক্তব্য রাখেন নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।

এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছেন। তিনি ছিলেন সততা, ঐক্য ও দৃঢ়তার প্রতীক। দেশ ও জাতির জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এই শূন্যতা পূরণ কখনো পূরন হবেনা।  

শিক্ষকদের উদ্যোশে তিনি বলেন, শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারেন, সে ধরনের শিক্ষা ব্যবস্থাপনা প্রণয়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাস্তবধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে।

এসময় বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য হাফিজ মাস্টার, বেসরকারি শিক্ষক কর্মচারি সদর উপজেলা শাখার আহবায়ক হারুনুর রশিদ, সদস্য সচিব নজরুল ইসলাম, চকএনায়েত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিকসহ অন্যান্যরা।

পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।