আমি তো ঘরের ছেলে, আবার আসব: বগুড়ায় পথসভায় তারেক রহমান
স্টাফ রিপোর্টার
বগুড়ার শাজাহানপুরে পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি তো ঘরের ছেলে, আবার আসব। দোয়া করবেন।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১টার দিকে সিরাজগঞ্জ যাওয়ার পথে বগুড়ার শাজাহানপুরে তার গাড়িবহর থামিয়ে পথসভায় তিনি এ কথা বলেন।
পথসভায় তারেক রহমান বগুড়া-৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোর্শেদ মিলটনকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, এলাকায় উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। ইনশাআল্লাহ এলাকার মানুষের সব কাজ হবে।
দলীয় সূত্র জানায়, শাজাহানপুরে প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে এ পথসভা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের প্রার্থী মোর্শেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
এর আগে, শনিবার সকালে বগুড়ার একটি হোটেলে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। বৈঠকে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জেলা, সদর উপজেলা ও শহর বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
Slider Image 1
1
দলীয় সূত্র জানায়, বগুড়া-৬ আসনে নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণের লক্ষ্যেই সভাটি আহ্বান করা হয়।
সভায় তারেক রহমান বলেন, এবারের নির্বাচন সহজ হবে না। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। দলের প্রধান হিসেবে আগের মতো বগুড়ায় সময় দেওয়া বা অবস্থান করা সম্ভব হবে না। এ কারণে স্থানীয় নেতাদেরই ধানের শীষের ‘কাণ্ডারি’ হয়ে মাঠে সক্রিয় থাকতে হবে।
বগুড়াবাসীর প্রতি নিজের আবেগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে বগুড়ার উন্নয়নে কাজ করা হয়েছে। বিরোধী দলে থাকাকালেও শীতবস্ত্র বিতরণ ও দুর্যোগকালে সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বগুড়ার উন্নয়নের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি।
সভা শেষে দুপুর ১২টার পর তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে বগুড়া ত্যাগ করেন। পথে শাজাহানপুরে এ পথসভায় যোগ দেন তিনি।