বগুড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
ধুনট( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত ছামিউল হকের বিরুদ্ধে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
এর আগে, ২৭ জানুয়ারি বিকেলে ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের ভালুকাতলা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্তের নাম ছামিউল হক। সে ওই এলাকার বাসিন্দা সবেল প্রামাণিকের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোরটি আত্মগোপনে রয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে বখাটে ছামিউল হক বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি কলাবাগানে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।
এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে পড়লে কান্না শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে ছামিউল হক দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
পরে শিশুটির পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, এ মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।