বগুড়ায় বাসযাত্রীর কাছ থেকে দেড় হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬ ১৬:০৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৫২ বার।

বগুড়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া–রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা থেকে রংপুরগামী একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের এক যাত্রীর দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তির নাম রহিম মিয়া (৪০)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

 

 

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। পরে নাবিল পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করা হলে রহিম মিয়ার কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

 

 

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।