দেশগঠনে তারেক রহমানের মহাপরিকল্পনায় নতুন স্বপ্ন দেখছে জনগণ— মীর শাহে আলম

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬ ১৯:২০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম বলেছেন, দেশগঠনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাপরিকল্পনায় জনগণ নতুন করে বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছে। দীর্ঘদিনের হতাশা, দমন-পীড়ন ও অধিকারহীনতার অন্ধকার ভেদ করে মানুষ আজ জেগে উঠেছে। সারা দেশে জনতার সাগরে যে ঢেউ উঠেছে, সেই ঢেউ বইছে তারেক রহমানের নেতৃত্বে। এই জনস্রোত কোনো কৃত্রিম আয়োজন নয়; জনগণের বুকের ভালবাসা থেকে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা কালিতলা হাইস্কল মাঠে বিএনপির আয়োজনে অনুষ্ঠিতএই জনসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবদুল ওহাব, প্রভাষক নজরুল ইসলাম, অ্যাডভোকেট, শফিকুল ইসলাম টুকু, সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী, এস্কেন্দার শাহানা প্রমুখ।

মীর শাহে আলম আরও বলেন, তারেক রহমানে নিত্য নতুন ভিশনের কারণেই আজ অন্য দলগুলো জনগণের কাছে গুরুত্ব হারাচ্ছে। দেশ ও জাতিকে দেওয়ার মতো তাদের কোনো ভিশন বা বাস্তব পরিকল্পনা নেই; তারা কেবল ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাই তারা জান্নাতের টিকিট বিক্রির মতো প্রতারণা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে।

এতে হাজারো মানুষের উপস্থিতি ছিল, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।