করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন ইসি মাহবুব

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২১ ১৫:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৩ বার।

করোনাভাইরাসমুক্ত হলেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। রোববার তৃতীয় দফা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। এদিন সন্ধ্যায় তিনি এভারকেয়ার হাসপাতাল ছেড়ে বাসায় ফেরেন। 

বাসায় ফেরার প্রাক্কালে মাহবুব তালুকদার যুগান্তরকে বলেন, আমি ভালো আছি, সুস্থ আছি। আবারও কাজে ফিরতে চাই।

গত ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মাহবুব তালকুদার। সেই রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। শরীর কিছুটা সুস্থ হলে পর দিন ২০ জুন তাকে কেবিনে নেওয়া হয়। ওই সময় তার পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।