ফ্রি ফায়ার গেমে হেরে জীবনটাই রাখলেন না যুবক!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২১ ১৫:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯০ বার।

দিনাজপুরের চিরিরবন্দরে বন্ধুদের সঙ্গে ফ্রি ফায়ার গেমে হেরে গিয়ে মিঠু (২১) নামে এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে আজ রবিবার ভোররাতে উপজেলার নশরতপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে। মিঠু ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি তার মায়ের সঙ্গে বাড়িতে একাই থাকতেন ও একটি দোকানে দিনমজুরের কাজ করতেন।

নিহত মিঠুর মা জানান, আমার ছেলে অনেক দিন ধরে মোবাইলে কী যেন খেলে, বাসায় গভীর রাত পর্যন্ত মোবাইল টিপাটিপি করত। অনেকবার বাধা দেওয়ার পরও শুনে নাই কথা। আইজ মোবাইলটায় মোর বেটাক মারি ফেলাইল।

স্থানীয়রা জানান, মিঠু দীর্ঘদিন ধরেই ফ্রি ফায়ার গেমে আসক্ত। প্রায় সময়েই বন্ধুদের সঙ্গে সে বাজি ধরে এই গেম খেলতেন। গেমে হেরে গেলে তার মন খুব খারাপ থাকত। এরই জের ধরে তিনি আজ রবিবার ভোররাতে গলায় ওড়না পেঁচিয়ে তার নিজের ঘরেই আত্মহত্যা করে। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর অফিসার্স ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার।