কবিতাঃ ভেবেছিলাম বৃষ্টি আসবে

অন্তর কুমার
প্রকাশ: ০৪ জুন ২০২২ ১৯:১৯ ।
শিল্প ও সাহিত্য
পঠিত হয়েছে ৩১ বার।

আকাশটা বড্ড মেঘলা, মেঘ করেছে ভীষণ

হয়তো এখনি বৃষ্টি নামবে

করবে মনের শোধন।

ভেবেছিলাম বৃষ্টি আসবে আজ

পরবে ভুবন জয়ী বাজ।

আমি বসে আছি ঘরের সেই পূর্বকোণ

প্রত্যাশা ছিলো অনেক

বৃষ্টিতে ভিজে মনকে করবো শোধন।

বাস্তবতা বড্ড কঠিন আজ

মনের মতো হয়না কোনো কাজ।

গগন ভরা বৃষ্টি হয়েও ভরেনা যেন মন

অধিক বাসনায় পথ চেয়ে রই

কবে পাবো! অন্তরে তোমার, আমার নিমন্ত্রণ।

প্রত্যাশাগুলো মুখ্য অনেক, সবকিছুই পূরণ হোক

বাস্তবতা বলে, 

প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে ঘটেনা কখনো যোগ।

আমি এখন ডাক্তারি পড়ি

দেখতে পাই মানুষের কত কঠিন রোগ

সব রোগের চেয়ে বড় রোগ, মন হারানোর শোক।

তাইতো আমি বলি,

আবেগী মানুষগুলোর এই সমাজে নিধন না হোক

প্রত্যাশা করা অনেক আগেই ছেড়ে দিয়েছি

ভেবেছিলাম বৃষ্টি আসবে

আমাকে ভেজাবে, কাটবে তোমার শোক।