বগুড়ায় শ্রাবণী সুলতানা রক্তদান সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রেস বিজ্ঞপ্তি
"এসো নবীন, হও মঙ্গলকর চেতনার সারথী" এই স্লোগান বাস্তবায়নে যুবক-তরুণদের সমন্বয়ে গড়ে তোলা স্বেচ্ছাসেবী 'শ্রাবণী সুলতানা রক্তদান সংগঠনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২ টায় শহরের মাটিডালী ২য় বাইপাস এলাকার হাজী মুহাম্মদ জয়নাল আবেদীন কমার্স কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্চাসেবী মিলন মেলার আয়োজন করা হয়।
পরে আলোচনা সভা ও কেক কর্তন করে অনুষ্ঠানটি উদ্বোধন করেন হাজী মুহাম্মদ জয়নাল আবেদীন কমার্স কলেজের সভাপতি মো. শহিদুল ইসলাম।
'শ্রাবণী সুলতানা রক্তদান সংগঠন' এর প্রতিষ্ঠাতা ও হাজী মুহাম্মদ জয়নাল আবেদীন কমার্স কলেজের অধ্যক্ষ মোছা. সুলতানা পারভীন শ্রাবণীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসূ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
তিনি বলেন, রক্তদান করেন যারা তারা মহৎ মনের মানুষ হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট ডাঃ মো. মুনসুর রহমান, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক শংকর ভট্টাচার্য।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষেই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য পরিবেশন করেন সংগঠনটির সদস্যরা।
এদিন রক্তদানে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকটি সংগঠনকে সম্মাননা স্মারক দেয়া হয়।