সান্তাহার স্টেশনে যান্ত্রিক ক্রটির কারণে আটকা পড়লো রংপুর এক্সপ্রেস ট্রেন

আদমদীঘি (বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩ ২০:১৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

 যান্ত্রিক ক্রটি দেখা দেয়ায় সান্তাহার রেলওয়ে স্শেনে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী আন্ত:নগর  রংপুর এক্সপ্রেস ট্রেনটি। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে আসার পর আটকা পড়ে। সান্তাহার জংশন স্টেশনের প্রকৌশলী বিভাগের লোকজন ঘটনাস্থলে পোঁছে ট্রেনটির দুটি বগির ক্রটি মেরামতের কাজ শুরু করেছে।


সান্তাহার জংশন স্টেশন মাস্টার হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে এসে পৌঁছে । ট্রেনটির বগিসহ বিভিন্ন অংশ পরীক্ষার সময় প্রকৌশল বিভাগের কর্মচারিরা ক ও খ এই দুই বগির সংযোগ স্থানের কপলিং স্প্রীং নষ্ট হয়েছে দেখতে পান। এরপর প্রকৌশল বিভাগের অতিরিক্ত লোকজন এসে নষ্ট হওয়া কপলিং স্প্রীং মেরামতের কাজ শুরু করেছে । তিনি বলেন, মেরামত কাজ অল্প সময়ের মধ্যে শেষ হবে। ট্রেনের যন্ত্রাংশ মেরামত হলে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যাবে । সন্ধ্যা সোয়া ৬টায় এ সংবাদ পাঠানো পর্যন্ত ট্রেনটি সান্তাহার স্টেশনে আটকা পরয়েছে।


যান্ত্রীক ত্রুটির কারণে বগুড়ার সান্তাহার জংশন ষ্টেশনে আটকা পড়েছে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রংপুর এক্সপ্রেস । বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ ট্রেনটি সান্তাহার জংশন ষ্টেশনে এসে আটকা পড়ে । খবর পেয়ে সান্তাহার জংশন ষ্টেশনের প্রকৌশল বিভাগের কর্মচারিরা ঘটনাস্থলে এসে ট্রেনটির যন্ত্রাংশ মেরামতের কাজ শুরু করেছে ।