বগুড়ায় জেলা যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়া জেলা শাখার উদ্যোগে সোমবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাদ যোহর বায়তুল বারী পার্ক মসজিদ (পৌর পার্কসংলগ্ন) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শহীদ শেখ ফজলুল হক মণির ৮৫ তম জন্মদিন পালন করা হয়। যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার লক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্দেশে বাংলার যুব সমাজকে নিয়ে শহীদ শেখ ফজলুল হক মণি ১৯৭২ সালের ১১ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ডাবলু সহ জেলা যুবলীগ ও শহর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন