কাহালুতে ডেঙ্গু প্রতিরোধে র্যালী ও লিফলেট বিতরণ
কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪ ১৫:২১ ।
বগুড়ার খবর
বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনামূলক র্যালী ও লিফলেট বিতরণ করা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক এই কর্মসূচীর উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, দূর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, উপজেলা শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য যে, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতাসহ করুণীয় বিষয়ে জনসচেতনতার উপর জোর দেয়া হয়।
আরও পড়ুন