বগুড়ায় তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৫ ১০:০৬ ।
ছবি: পুণ্ড্রকথা
প্রধান খবর
বগুড়ায় শীতের তীব্রতা বাড়ছে। বুধবার জেলায় মৌসুমের সর্বনিম্ন ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীত বাড়ায় শিশু ও বয়স্করা কষ্ট পাচ্ছেন। শীতের সঙ্গে পাল্লা দিয়ে শীতজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা আরও কমতে পারে।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক নুরুল ইসলাম জানান, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নামলে তখন তাকে শৈত্যপ্রবাহ বলে। বুধবার সকাল ৯টায় এ জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটিই এখন পর্যন্ত এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
তিনি আরও জানান, এখন তাপমাত্রা কমতে থাকবে। ফলে শীত বেশি অনুভূত হবে।
আরও পড়ুন