আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে মধুবন সিনেপ্লেক্সে 'রুম নাম্বার ২০১১' প্রদর্শিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৫ ১৭:৩৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩১ বার।

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকান্ড নিয়ে নির্মিত ব্যাপক আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "রুম নাম্বার ২০১১" প্রদর্শিত হয়েছে। শুক্রবার বিকাল চারটায় শহরের চেলোপাড়া মধুবন সিনেপ্লেক্সে এ চলচ্চিত্রের প্রদর্শন করা হয়। 

এর আগে,  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও যুক্তরাষ্ট্রের ক্যালফোর্নিয়ায় সিনেমাটির বিশেষ প্রদর্শনী সম্পন্ন হয়েছে। 

বগুড়ার প্রদর্শনীতে জেলার প্রশাসনিক কর্মকর্তাগণ, জেলা পুলিশের প্রতিনিধি, শিক্ষকবৃন্দ, শিল্প-সংস্কৃতি সংগঠনের ব্যক্তিবর্গ, বগুড়ার স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

 

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ এবং চিত্রনাট্য রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আনন জামান। চলচ্চিত্রেটিতে অভিনয় করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী। 

আগামী ৪ ও ৫ জানুয়ারিতেও চলচ্চিত্রটির প্রদর্শনী চলবে।