বগুড়ায় তারুণ্যের উৎসব টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় বগুড়ায় তারুণ্যের উৎসব টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে ও ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি বগুড়ার সহযোগীতায় টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক শাহেদুল ইসলাম রবি’র সভাপতিত্বে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রাফি তুলেদেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি নুরুল আলম টুটুল। এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি খাজা আবু হায়াত হিরু, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় আজিজুল হক ও গোপাল তেওয়ারী, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক সিরাজুল ইসলাম সাজু, রাজশাহী বিভাগীয় আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ রুবেল, কোচ হাসিবুজ্জামান বিপুল, অভিভাবক সদস্য ফারুকুল ইসরাম ফারুক, প্যাটেল। টুর্ণামেন্টের ৩টি গ্রুপে চ্যাম্পিয়ন হয় যথাক্রমে- সাব জুনিয়র গ্রুপ তাওহিদ একাদশ, জুনিয়র গ্রুপ মাহাতির একাদশ ও সিনিয়র গ্রুপ তন্ময় একাদশ।