বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
নন্দীগ্রাম( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৪ ।
বগুড়ার খবর
বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যােগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সহ-সভাপতি নবীর শেখ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন শেহজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সহ-সভাপতি আসাদুল্লাহ, সাধারণ সম্পাদক নূরনবী, যুগ্ম সাধারণ সম্পাদক সিজান, সাংগঠনিক সম্পাদক আলামিন, দপ্তর সম্পাদক সাজুসহ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।
আরও পড়ুন