জিয়াউর রহমান শিশু হাসপাতালে প্রতিদিন ইফতার করছেন ৫ শতাধিক

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫ ১৯:৫৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৭ বার।

প্রতিবছরের ন্যায় পথচারী নারী-পুরুষ, রিক্সা চালক, এতিম ও দুস্থ মানুষরা ইফতার করছেন জিয়াউর রহমান শিশু হাসপাতাল। বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় অবস্থিত জিয়াউর রহমান শিশু হাসপাতাল চত্বরে বিকাল থেকে সারিবদ্ধভাবে বসেন শত শত মানুষ। তাদের কেউ কেউ স্কুলছাত্র, কেউ ব্যবসায়ী, এতিম, ভিক্ষুক আবার অনেকেই ভ্যান ও রিকশার চালক সাইরেনের আওয়াজ শুনে একসাথে ইফতার করেন প্রায় ৫শতধিক মানুষ। ইফতারে উপস্থিতি বেড়েছে বিগত বছরগুলোতে থেকে অনেক। বিএনপি মিডিয়া সেলে রাজশাহী ও রংপুর বিভাগীয় কো-অডিনেটর সাংবাদিক কালাম আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাসপাতাল চত্বরে প্রতিবছর এই ইফতার কার্যক্রম চলে আসছে। ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত থাকবে। জিয়াউর রহমান শিশু হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল জানান, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। সমাজের নিম্নআয়ের মানুষ, পথচারী ও সুবিধাবঞ্চিতরা যেন ইফতার থেকে বঞ্চিত না হন, সে জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। চেলোপাড়া বস্তির বিধাব আছমা বেগম দুই ছোট সন্তান নিয়ে রমজানের প্রথম দিন থেকে এখানে ইফতার করে। আছমা বেগম বলেন, প্রতিদিন গবীর মানুষকে ইফতার খাওয়ানোর জন্য দোয়া করি। রিকশা চালক মামুন বলেন, সোনাতলায় আমার বাড়ি ঈদে শহরে থেকে রিকশা চালিয়ে টাকা জমাচ্ছি ছেলে মেয়েদের কেনাকাটার জন্য। প্রতিদিন এই রাস্তায় ভাড়া নিয়ে যাওয়ার সময় দেখি বিকাল থেকেই অনেক মানুষ দাঁড়িয়ে থাকে, তাই আমি দেখতে এসে নিজেও ইফতার করলাম। একসাথে এত মানুষের সাথে আগে কখনো ইফতার করিনি। ইফতারের এই আয়োজনে নিয়মিত স্বেচ্ছাসেবকের কাজ করেন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো:শাহ আল আমিন সরকার, মিলন, মোঃ সম্রাট হোসেন, আনারুল ইসলাম ছোটন, রানা ইসলাম, রাশেদ, রনি, নিশান,উজ্জল হোসেন।