শাজাহানপুরে বেজোড়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও সংবর্ধনা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে বেজোড়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও সংবর্ধনা সোমবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ শিক্ষানুরাগী মাওলানা মন্তাজেরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবগঠিত এডহক কমিটির সভাপতি প্রভাষক নূর মোহাম্মদ।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হুমায়ন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি রাসেদ, শিক্ষক প্রতিনিধি মিনহাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য কামরুল ইসলাম চাঁন, প্রভাষক দেলোয়ার হোসেন বাদশা, সমাজ সেবক আব্দুর রহমান, আলহাজ্ব ইমদাদ হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন, এডহক কমিটি গঠনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বেজোড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটিতে সৎ, দক্ষ ও মেধাবী ব্যক্তির নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতা থাকলে বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও দুর্নীতি মুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।