বগুড়ায় শিক্ষিকার আত্মহত্যা

শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫ ১৬:১২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৭৮৮ বার।

বগুড়ার শেরপুরে মাদ্রাসা শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। নিহত ওই শিক্ষিকার নাম মোছা. মাহমুদা খাতুন (৩৫)। শনিবার (১২এপ্রিল) সকালে শহরের রামচন্দ্রপুর পাড়াস্থ নিজ বাসার বারান্দায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাঁর লাশটি উদ্ধার হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওই শিক্ষিকার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার উছলবাড়ীয়া গ্রামে। তবে তিনি স্বামী সোহেল রানার সঙ্গে শেরপুর শহরের রামচন্দ্রপুর পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দাম্পত্য জীবনে তাদের দু’টি সন্তান রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (১১এপ্রিল) রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজের সময় স্বামী  সোহেল রানা ঘুম ভেঙে গেলে দেখেন স্ত্রী মাহমুদা খাতুন পাশে নেই। শয়নকক্ষ থেকে বের হয়েই বারান্দার তীরের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে লাশ নামান।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যান এবং নিহতের লাশ উদ্ধার করেন। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিহতের লাশ বগুড়ার শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল ওই মাদ্রাসা শিক্ষিকার মৃত্যুর কারণ জানা ও বলা সম্ভব হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।