বগুড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মে ২০২৫ ২১:৪৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৫০৪ বার।

বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত দুই আওয়ামী লীগ নেতাকে  গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ মে) বিকেলে শেরপুর থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন—আবু সাদাত মোহাম্মদ ছাইয়ুম (৪৮), ০৯ নং সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং মো. সাইফুল ইসলাম (৭৫), ০১ নং কুসুম্বি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

 

শেরপুর থানা সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে শেরপুর থানায় দায়েরকৃত মামলা নম্বর-০২, তারিখ-০২ নভেম্বর ২০২৪, জিআর নম্বর-৩০৮/২০২৪ অনুযায়ী দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারাসহ ৩/৪ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর অধীনে অভিযোগ রয়েছে।

 

আসামি ছাইয়ুমকে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় বগুড়ার চান্দাইকোনা বাজার এলাকা থেকে এবং সাইফুল ইসলামকে সন্ধ্যা সাড়ে ছয়টায় বাগড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, “আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”