বগুড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে তানিয়া খাতুন (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মালেশিয়া প্রবাসী তানসেন আলীর স্ত্রী। সোমবার (১২মে) সকালে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (১১ মে) রাতে খাওয়াদাওয়া পরে নিজের ঘরে ঘুমাতে যান গৃহবধূ তানিয়া খাতুন। সোমবার সকালে পরিবারের লোকজন ঘরের ভিতর গিয়ে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। পরে পুলিশকে খবর দিলে থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, আত্মহত্যার ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে তদন্ত পর জানা যাবে।