বগুড়ায় চুরি হওয়া গরু উদ্ধার, চোর গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়ার শাজাহানপুরে চুরি হওয়া একটি গাভী উদ্ধার করেছে থানা পুলিশ। একই সঙ্গে গরু চুরির অভিযোগে মো. সোহেল (৩২) নামের এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার আমরুল ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামের মো. আজাদুল রহমানের ছেলে।
মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে বগুড়া জেলার ধুনট উপজেলার শৈলমারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুন দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলার নগর আমরুল উত্তরপাড়া গ্রামের মো. আব্দুস সাত্তার (৬৫) তার তিনটি গরু প্রতিবেশী মো. রফিকুল ইসলামের (৫৬) পরিত্যক্ত ভুট্টা খেতে ঘাস খাওয়াতে দিয়ে বাড়ি ফেরেন। পরে দুপুর আনুমানিক ১টার দিকে গরু আনতে গিয়ে তিনি দেখেন, তার একটি কালো রঙের গাভী চুরি হয়ে গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুস সাত্তার শাজাহানপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপরই পুলিশের একটি দল তদন্ত ও অভিযান শুরু করে।
শাজাহানপুর থানার এসআই (নিঃ) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালায়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে ধুনট উপজেলার শৈলমারী গ্রাম থেকে চোর সোহেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া গাভীটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”